সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে অস্ত্র, গুলি, ডিবি পুলিশের পোশাক, প্রাইভেটকার, মোটরসাইকেল ও হ্যান্ডকাপসহ ৫ ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৬ এর খুলনা কার্যালয়ে এক প্রেসবিফিং এ তথ্য জানানো হয়।
এরআগে শুক্রবার রাতে পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের হারুন-অর রশিদ ডিগ্রি কলেজের দক্ষিণ পাশে মেইন রোডের পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। ডিবি পুলিশের পোশাক ব্যবহার করে ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে নানা অপরাধ সংগঠিত করে আসছিল বলে তারা স্বীকার করেছে।
আটককৃতরা হলো মোস্তফা বিশ্বাস (৪৬), সুজন শীল (২৯), শরীফুল ইসলাম (৪২), মোশারফ হোসেন (৪০) ও মাহবুবুর রহমান (২৭)।
সংবাদ সম্মেলনে র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহমেদ জানান, পাটকেলঘাটার থানার বাইগুনি নামকস্থানে শুক্রবার রাতে ছিনতাইকারীরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। ৫ ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয় তারা। আটককৃতরা দীর্ঘদিন ধরে প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে ডিবি পুলিশের পোশাক ব্যবহার করে ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করে আসছিল। দীর্ঘদিন ধরে নানা অপরাধের সঙ্গে জড়িত বলে র্যাবের জিজ্ঞাসাবাদের স্বীকার করে তারা। তাদের কাছ থেকে পিস্তল, খেলনা পিস্তল, পিস্তলের কাভার ২টি, ওয়াকিটকি সেট, দুটি ডিবি পুলিশের কটি, ২টি হ্যান্ডকাফ, পুলিশ ফিল্ডক্যাপ ২টি, পুলিশ বেল্ট, পুলিশের ভুয়া আইডিকার্ড, মোবাইল ফোন ৪টি, হ্যান্ডব্যাগ ও পিস্তল বাঁধার চেন উদ্ধার করা হয়েছে।